নায়েবে মুজাদ্দেদ রহিমাহুমুল্লা্হর দীনী জিন্দেগীর ইতিকথা
৬ : ৩২ وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا لَعِبٌ وَّ لَهۡوٌ ؕ وَ لَلدَّارُ الۡاٰخِرَۃُ خَیۡرٌ لِّلَّذِیۡنَ یَتَّقُوۡنَ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۳۲﴾ و ما الحیوۃ الدنیا الا لعب و لهو و للدار الاخرۃ خیر للذین یتقون افلا تعقلون ﴿۳۲﴾ আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছু না। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম। অতএব তোমরা কি বুঝবে না? ( (সূরা আল-আনআম : ৩২) আল-বায়ান বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যদূতঃ বিশ্ব ইসলাম মিশন কোরঅআনী-সূন্নী জমিয়তুল মুসলিমীন হিযবুল্লাহর ١٠٣ - وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّـهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ “তোমরা আল্লাহর রজ্জু (রশিকে) শক্তভাবে (দৃঢ়ভাবে) আঁকড়ে ধরো এবং পরষ্পর পৃথক(বিচ্ছিন্ন) হয়ো না” । (সূরা আলে ইমরান, আয়াত-১০৩) উপরোক্ত পবিত্র আয়াত খচিত বিশ্ব মুসলিম ঐক্যের ঝান্ডা তুলে দেশ-বিদেশে ওয়াজ-নসিহত, মুখপত্র নেদায়ে ইসলামসহ সিদ্দিকীয়া কুতুবখানা থেকে কুরআন-হাদিস রিসার্চ করে প্রকাশিত জ্ঞানগর্ভ মূল্যবান কিতাবাদি প্রকাশ করে আমৃত্যু পর্যন্ত ব...